মাহী ট্রেডার্সের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২ 575 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাহী ট্রেডার্স। বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়নের পাগলা বাজার ব্রিজের পূর্ব পাড়ে এলাহী সুপার মার্কেটের সামনে ৩য় বারের মতো ১শ ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. দুদু মিয়ার সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আউয়াল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী ফরমান উদ্দিন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, ইয়াকুব শাহরিয়ার, মাহী ট্রেডার্সের পরিচালক রুহুল আমীন মাহী ও ম্যানাজার মাও. তাহির আহমেদ।
এসময় পরিবহণ শ্রমিক নেতা বজলুর রহমান, ব্যবসায়ী শাকিল উদ্দিন ও রাসেল আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মো. দুদু মিয়া বলেন, গত তিন বছর ধরে আমি শীত এলেই শীতার্ত, অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমার ছেলে রুহুল আমীন মাহীকেও একই শিক্ষা দিয়ে যাচ্ছি। শুধু শীতে নয়, মানুষের প্রয়োজনে যে কোনো সময় যেনো আমি ও আমার ছেলে মানুষের পাশে দাঁড়াতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন।